• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপিই সংস্কার শুরু করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৫:৩০, ৪ মে ২০২৫

আপডেট: ১৬:০৪, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
বিএনপিই সংস্কার শুরু করেছে: মির্জা ফখরুল

ছবি: আলোচনা সভায় মির্জা ফখরুল

বিএনপিই সংস্কার শুরু করেছে অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা চায়, কখনো সুযোগ পেলে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হবে। রবিবার (৪ মে) বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সম্পাদক পরিষদের এই আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ধোয়া তুলশি পাতা না হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতায় এই দলটিই সবেচেয়ে বেশি কাজ করেছে।

৭৫ এ গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াসহ দেশের প্রায় সকল ক্ষেত্রে সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে দাবি করে দলটিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের চেষ্টার সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা। তারা গণমাধ্যম থেকে ফ্যাসিবাদ বের করতে স্পষ্ট রূপরেখা প্রয়োজন বলে মতে দেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও একটা নীতি থাকা জরুরি বলেন নাগরিক ঐক্যের সভাপতি।

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2