• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মঙ্গলবার পুত্রবধূদের নিয়ে দেশে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ০৯:১৯, ৪ মে ২০২৫

আপডেট: ১১:৩৪, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
মঙ্গলবার পুত্রবধূদের নিয়ে দেশে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া

ফাইল ছবি

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে আগামীকাল (সোমবার) দেশের উদ্দেশে রওয়ানা দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দেশে পৌঁছাবেন তিনি।

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

এ বছরের আট জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায়ও বাতিল করেন আদালত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2