লন্ডন থেকে উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। স্থানীয় সময় বিকালে এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। এর আগে হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানিয়ে যান ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমান।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় পৌনে ৫টায় খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। এই সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
এছাড়া আরও রয়েছেন, ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, মো. সাহাবুদ্দিন তালুকদার, মো. জাফর ইকবাল, এম এ মালিক, তাবিথ আওয়াল, মালিক দিলারা, মো. কয়সর আহমেদ, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন প্রকৌশলী রয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ মে) সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: