অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ অদ্ভুত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ অদ্ভুত। খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে চলে গেছেন, সেদিকে তাদের দৃষ্টি নেই। অথচ ১৫-১৬ বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালিয়েছে তারা।
শনিবার (১০ মে) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলেই তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে, শেখ হাসিনার সেটি ছিল না। যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতেন। অপপ্রচার করে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছেন।
এখনো নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, তাহলে তো একইভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হচ্ছে। সরকার শুধু বলছে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন। অন্তর্বর্তীকালী ন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: