রিট খারিজে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: রিজভী

ছবি: রুহুল কবির রিজভী
ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে, তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমানের রাজৈনতিক বিশ্বস্ততা নষ্ট করার জন্য দুরভিসন্ধিমূলক এই বক্তব্য দিয়ে তিনি দেশি-বিদেশি কারো স্বার্থ রক্ষা করছেন বলে অভিযোগ তার।
ফ্যাসিবাদের দেড় দশক খলিলুর রহমান কোথায় ছিলেন, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিলো সে প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। এই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
বিভি/এআই
মন্তব্য করুন: