• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রশাসনে আ. লীগের কর্মকর্তারা ঘাপটি মেরে আছে: আসাদুজ্জামান রিপন

প্রকাশিত: ১৫:৫৪, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রশাসনে আ. লীগের কর্মকর্তারা ঘাপটি মেরে আছে: আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে আওয়ামী লিগের যেসব কর্মকর্তারা ঘাপটি মেরে আছে তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের রেখে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। 

শুক্রবার (৪ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এ কথা বলেন। 

ড. আসাদুজ্জামান রিপন বলেন, যে আশা নিয়ে ফ্যাসিস্টের পতন ঘটানো হয়েছে, তার আকাঙ্ক্ষা কি ছিলো? শুধু একটি নির্বাচন হবে কিছু, এমপি হবেন, নারী আসন কিছু বাড়বে- সেজন্য তো এ আন্দোলন ছিলো না। 

তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য ছিলো মানুষ শোষণ-বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপিরা যাতে নিজেদের মোঘল সম্রাট না ভাবেন, সরকার জবাবদিহিতার আওতায় আসবে এটাই ছিলো আন্দোলনের উদ্দেশ্য। 

সবকিছুর মাঝে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে- সেটাই ছিলো আশা। তাদের ভুলের কারণেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2