২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: দুলু

ছবি: প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে জড়িতদের এবং ১/১১এর কুশিলবদের গ্রেফতার করে বিচার করতে হবে।’ শুক্রবার (৪ জুলাই) বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন জাতীয়তবাদী কৃষকদল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরো দুলু আরও বলেন, ১/১১-এর কুশিলব ও ক্ষমতাধারীরা সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করেছিলো, তার মাজা ভেঙে দিয়েছিলো। তাদের কারণেই আজ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
বিভি/এমআর
মন্তব্য করুন: