• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘তারেক রহমানের নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছিলো’

প্রকাশিত: ২২:৫১, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘তারেক রহমানের নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছিলো’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগষ্ট আন্দোলন সফল হয়েছিল।

শুক্রবার (৪ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সেবা দেন। ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় পাঁচশ’ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2