জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামি সমমনা দলগুলো

ছবি: সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামি সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্লার্টফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরই জোটের বিষয়ে সিদ্ধান্ত বলছে, জামায়াত।
হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি আন্দোলনের মহাসমাবেশে জামাতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্লাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরেশোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এককাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জাময়াতে নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তবে ইসলামি দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোটগঠনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু নির্ধারণ করেনি দল। তফশিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নেতারা।
আর কওমি মাদ্রাসাভিত্তিক পাঁচ থেকে সাতটি সংগঠনের সঙ্গে এরইমধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনো জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কথা না হলেও ভোটের মাঠে ঐক্য গড়তে চায় তারা।
জোট গঠনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে বলে ও মনে করেন ইসলামপন্থী দলগুলো।
বিভি/এআই
মন্তব্য করুন: