বিএনপিকে সংস্কারবিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: ফখরুল

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সংস্কারবিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অথচ সংস্কার বিষয়ে সব সময় আন্তরিক বিএনপি।
রবিবার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
তিনি বলেন, সবার সাথে ঐকমত্যে পৌছাতে বিএনপি ছাড় দিয়ে অনেক বিষয়ে একমত হয়েছে। তবে রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত ও দুর্বল করে এমন কোন সিদ্ধান্তে বিএনপি একমত হয়নি। একব্যক্তির ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল।
বিভি/এআই
মন্তব্য করুন: