চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে কোন কোন দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল, যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।
পাঁচ দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। সব রাজনৈতিক দলের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও আশা করেন তিনি।
জামায়াত আমীর আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে চীন সরকার। এই সফরের মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে আশা করেন ডা. শফিকুর রহমান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: