জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ (১৯ জুলাই)। এর উপলক্ষে শুক্রবারই (১৮ জুলাই) সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। নেতাকর্মীরাও সমাবেশের আগের দিনই ঢাকার পথে রওনা হয়েছেন। অনেকে পৌঁছেছেন দিন শেষ হওয়ার আগেই । এ উপলক্ষ্যে ট্রেনও ভারা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ১ কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা। সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব দল অংশ নিয়েছে যেমন বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এনসিপিসহ সব দলের শীর্ষ নেতাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের জাতীয় সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। এ সমাবেশে লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে, সে দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানান প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কয়েক লক্ষ লোকের আগমন ঘটবে। এতে বাড়তি যানজট তৈরি হবে। সেজন্য গতকাল আমরা ঢাকাবাসী ও দেশবাসীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা চেয়েছি। আজও আমরা রাজধানী ও দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: