২০ জুলাই চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি

আগামী ২০ জুলাই চট্টগ্রামে পদ যাত্রা কর্মসূচী পালন করবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এতে গোপালগঞ্জের মত চট্টগ্রামের পদযাত্রাতেও হামলার আশংকা করছে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ। তবে চট্টগ্রামে এমন পরিস্থিতি তৈরি হলে নিজেরাই তা প্রতিহত করবে বলে ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
এসময় তারা আরো বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তা অন্তর্বর্তী সরকারের একটি বড় ব্যর্থতা। পরে সংবাদ সম্মেলনে চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রার রোডম্যাপ তুলে ধরে তারা জানান, চট্টগ্রামের পাশাপশি খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতেও এই কর্মসূচী পালন করবে তারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: