• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা স্বৈরাচার’

প্রকাশিত: ১৯:৪৪, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৫, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা স্বৈরাচার’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।  

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। 

কতিপয় রাজনৈতিক নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তার প্রতিবাদ জানিয়ে রহমাতুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপতৎপরতায় লিপ্ত ছিল তারা। 

১/১১ এর অগণতান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র  ও নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে মৃত্যুর ঝুঁকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লাগাতার নেতৃত্ব দিয়েছেন। 

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে তারাও স্বৈরাচারের দোসর।  

নিজেদেরকে তারা এখন অত বিপ্লবী প্রমাণ করার জন্য এখন মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালোভাবেই অবহিত। 

রহমাতুল্লাহ বলেন, ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারণেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

কিন্ত এদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত, সে কারণে জাতীয় নির্বাচন বাতিলে যারা ষড়যন্ত্র করছে তাদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাবাত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহসভাপতি ইলিয়াস আহমেদ, আসিফ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2