• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ২১:০০, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:১৮, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমেদ

জুলাই মাসে জুলাই সনদ প্রণীত না হলে, এর দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার (১৮ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌনমিছিল পূর্ব সমাবেশে তিনি এমন কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারা আবারো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানান ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে, তাদের উদ্দেশ্য খারাপ। তিনি বলেন, এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারাই এখন রাজনীতিতে বিভক্তি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2