কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার পণ করেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল পণ করেছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। দুঃখজনকভবে তারা এ বিষয়গুলো প্রমোট করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষ যেভাবে অভ্যস্ত সেভাবে ভোটের ব্যবস্থার করার আহ্বান জানান মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন।
আলোচনায় বিএনপি মহাসচিব গণতান্ত্রিক আন্দোলনে বাবুর অবদান স্মরন করে বলেন, তার মতো নেতার এই সময়ে দলে খুবই প্রয়োজন ছিলো। প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তাভাবনা দিলে সমস্যার সমাধান হবে না।
শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমী ভবন বর্তমান জায়গা থেকে না সরানোর অনুরোধ জানান মির্জা ফখরুল।
বিভি/টিটি
মন্তব্য করুন: