সেনাবাহিনীকে রাজমিস্ত্রী বানিয়েছিলো শেখ হাসিনা: হাসনাত আব্দুল্লাহ

ছবি: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রী বানিয়েছিলো।
মঙ্গলবার (২৯ জুলাই) গাজীপুরের রাজবাড়ী সড়কে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি আয়োজিত পদযাত্রায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনি যদি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকান, তবে হতাশ না হওয়ার কারণ নেই। আপনি স্কুলে যাবেন পড়ালেখা শিখতে, কিন্তু শেখ হাসিনার ব্যবস্থাপনার বিমান আপনার সন্তানকে মেরে দিয়ে যাবে।’
প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আপনি দেশের মানচিত্রে তাকান, তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত। রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এক পাশে রয়েছে মিয়ানমার। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আধুনিক যুদ্ধাস্ত্র প্রয়োজন। এনসিপি সুযোগ পেলে আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ হবো।’
সেনাবাহিনী নিয়ে হাসনাত বলেন, ‘হাসিনা প্রতিরক্ষা ব্যবস্থায় সেনাবাহিনীকে রাজমিস্ত্রীতে পরিণত করেছিলেন। কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছেন। আমাদের সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে।’
পুলিশে সংস্কারে গুরুত্ব দিয়ে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীতে বিভাজন রয়েছে। কোনো কারণে সংকট তৈরি হলে তার দায়ভার কনস্টেবল থেকে শুরু করে এসআই ও ওসি পর্যন্ত। এর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। সেজন্য অতি দ্রুত পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়ন করতে হবে। তা না হলে পুলিশকে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে। পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, পুলিশ হবে জনতার।’
বিভি/এআই
মন্তব্য করুন: