• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি: নাহিদ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু গোপালগঞ্জ নয় গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতা-কর্মীরা। এনসিপির লড়াই এখনও শেষ হয়নি, লড়াই চলছে।

সোমবার (২৯ জুলাই) বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদের স্মরণে ও জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। 

নাহিদ বলেন, আজকেও সন্ত্রাসীরা মহড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে। তাদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস ইসলাম বলেন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদরা মুছতে পারবে না। এখানে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র-জনতা। গাজীপুর থেকেও মুজিববাদের কবর রচিত হবে। 

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বরণ করে নিতে গাজীপুরের এনসিসি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। কেন্দ্রীয় নেতারা আসার আগেই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে কানায় কানায় ভরে যায় ছাত্র-জনতার অংশগ্রহণে। 

এ সময় তাদের সাথে ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর (অব) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদসহ স্থানীয় এনসিপির নেতা-কর্মীরা। 

বিভি/টিটি

মন্তব্য করুন: