• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অতীতের রেকর্ড ভঙ্গ করবে ছাত্রদলের সমাবেশ, প্রত্যাশা নেতৃবৃন্দের

প্রকাশিত: ০৯:৩২, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
অতীতের রেকর্ড ভঙ্গ করবে ছাত্রদলের সমাবেশ, প্রত্যাশা নেতৃবৃন্দের

জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে আজ (৩ আগস্ট, রবিবার) সমাবেশ করবে ছাত্রদল। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, শাহবাগে সমাবেশের মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা। এতে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সমন্বয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

নেতারা জানান, লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হতে পারে। অতীতের সব সমাবেশের রেকর্ড এবারের এই সমাবেশ ভঙ্গ করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: