• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই সনদের ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন হতে হবে: নাহিদ

প্রকাশিত: ২১:১৩, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জুলাই সনদের ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন হতে হবে: নাহিদ

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির দলীয় 'ইস্তেহার ঘোষণা' নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

নাহিদ ইসলাম জানান, জুলাই আন্দোলনের আকাঙ্খা বাস্তবায়নকে ঘিরেই কর্মপরিকল্পনা সাজিয়েছে এনসিপি, ইস্তেহারের মাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। 

চব্বিশের ৩রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এক বছর পর সেখান থেকেই দলীয় ইস্তেহার ঘোষণা করতে চলেছে তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল- এনসিপি।

শনিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের চাওয়া ও জুলাই আন্দোলনের আকাঙ্খা বাস্তয়নের লক্ষ্যে ইস্তেহার তৈরি করেছে এনসিপি।

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি এনসিপি আহ্বায়কের। এসময়,  বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক বা অন্য যে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান নাহিদ। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: