বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে: টিপু

ছবি: তাইফুল ইসলাম টিপু
বিএনপির সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে।
শনিবার (২ আগস্ট) বিকালে নাটোরের গোপালপুর পৌরসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো বসেছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে নেতাকর্মীদের আহবান জানান বিএনপির এই নেতা।
বিভি/এআই
মন্তব্য করুন: