উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক: মির্জা আব্বাস

ছবি: মির্জা আব্বাস
উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শনিবার (২ আগস্ট) বিকালে তাদের উত্তরার বাসায় যান মির্জা আব্বাস।
এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান।
মির্জা আব্বাস বলেন, শিক্ষিকা মেহেরীন চৌধুরী স্কুলের বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। মেহেরীনের অনুকরণে ঘরে ঘরে মেয়েরা এভাবেই দেশের জন্য এগিয়ে আসবে বলে আশা করেন মির্জা আব্বাস।
বিভি/এআই
মন্তব্য করুন: