• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাহবাগে ছাত্রদলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশিত: ১৩:৩৮, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শাহবাগে ছাত্রদলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ছবি: শাহবাগে ছাত্রদলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ। সমাবেশে অংশ নিতে রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় শাহবাগ এলাকায় ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

সমাবেশে আসা ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, আজকের সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে নানা দাবি তুলে ধরতেই এই আয়োজন।

এদিকে টিএসসির কাছাকাছি অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন, ‘আজকের সমাবেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্প্রিতির বার্তা দেওয়ার সমাবেশ। এনসিপিকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত স্থান ছেড়ে দিয়ে সেই বার্তা দিয়েছি। এছাড়াও ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় আমরা যা যা করবো, তার একটা রোডম্যাপ ঘোষণা করা হবে।’

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে আজকের সমাবেশের কারণে সৃষ্ট নগরবাসীর ভোগান্তির কথা শিকার করে আগেই দুঃখ প্রকাশ করেছেন তারা।

বিভি/এমআর

মন্তব্য করুন: