নীরবতা পালন করে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত হলেন তারেক রহমান

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশ শুরু করেছে ছাত্রদল। রবিবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৩টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপর জুলাই শহীদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, সমাবেশ শুরুর ঘণ্টা খানেক আগেই শাহবাগ মোড় এবং এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও জেলা শাখাগুলো ব্যানার, ফেস্টুট ও প্ল্যাকার্ড ছাড়াই সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আরও উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা।
জানা যায়, সমাবেশের বক্তব্য চারদিকে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসংখ্য মাইক লাগানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েয়েন্ট জায়ান্ট মনিটর ও ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। সমাবেশে আশা নেতা-কর্মী, সমর্থকদের জন্য প্রচুর পরিমাণ খাবার এবং পানির ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এ কাজ ঠিক মতো সম্পন্ন করতে গঠন করা হয়েছে ৯০টি সাংগঠনিক টিম। এসব টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
মূল সড়কের মাঝখানে সমাবেশ মঞ্চ প্রস্তুত করায় সমাবেশ শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে পৌঁছেছেন। সাধারণত এ ধরনের বড় সমাবেশে সকাল থেকেই সংগঠনটির নেতা-কর্মীর সমাবেশস্থলে হাজির হন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: