‘গণঅভ্যুত্থানের পর ছাত্রদল হয়ে উঠেছে ইতিবাচক রাজনীতির ধারক’

ছাত্রদল এখন আর শুধুই রাজপথের সংগ্রামী নাম নয়, গণঅভ্যুত্থানের পর সংগঠনটি ইতিবাচক ও দায়িত্বশীল রাজনৈতিক ধারার নতুন প্রতীক হয়ে উঠেছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রবিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
নাছির বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যখনই কোনও কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ বরাবরই ফ্যাসিবাদী আচরণ করেছে। পাল্টা কর্মসূচির নামে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে। কিন্তু, এবার আমরা নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছি।
তিনি জানান, জাতীয় শহীদ মিনারে সমাবেশের জন্য ছাত্রদলের পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও একটি সদ্য গঠিত রাজনৈতিক দল যাতে কর্মসূচি পালন করতে পারে, সেই সৌজন্য থেকেই স্থান ছেড়ে দিয়ে তারা শাহবাগে সমাবেশ করছেন। এটাই প্রমাণ করে, রাজনীতিতে এখন গুণগত পরিবর্তন আসছে। আমরা বিভাজনের নয়, সহনশীল ও ইতিবাচক রাজনীতির পক্ষে।
ছাত্রদল নেতাদের মতে, তারা কোনও গোষ্ঠীগত বা দলগত স্বার্থে রাজনীতি করছে না। বরং তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শে বিশ্বাসী। এই প্রসঙ্গে নাছির অভিযোগ করেন, যারা গণ-অভ্যুত্থানের নামে নতুন দল গঠন করেছে, তারাই এখন সেই আন্দোলনের প্ল্যাটফর্মকে বিতর্কিত করছে। অথচ আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে কেউ যদি একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, সেটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। ছাত্রদল কোনও বিভাজন চায় না, আমরা জাতীয় ঐক্যের পক্ষে।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে তরুণেরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই তরুণদের অংশগ্রহণেই আজকের সমাবেশ সফল হবে। আমরা বিশ্বাস করি, লাখো শিক্ষার্থী এই ঐতিহাসিক সমাবেশে অংশ নেবে।
নগরবাসীর দুর্ভোগের বিষয়ে প্রশ্নে নাছির জানান, আমরা এই নগরের প্রতি দায়িত্বশীল। সমাবেশ সন্ধ্যা ৬টার আগেই শেষ করে দিবো।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: