‘জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার’

ছবি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার।
বুধবার (৬ আগস্ট) লন্ডনে রয়েল রিজেন্সিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বানও জানান তিনি।
মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের মানুষ বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: