• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোন ঘুঘু যেনো দলের মধ্যে আসতে না পারে: তারেক রহমান

প্রকাশিত: ২০:৫৩, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫৭, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কোন ঘুঘু যেনো দলের মধ্যে আসতে না পারে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ। ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তারআগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সে জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। দল ক্ষতিগ্রস্থ হয় এমন কোন কাজ না করতে নেতা-কর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। 

নওগা জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপি  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে দুই আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে উপস্থাপন করেছিলো বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ের গত ১ দশকের বেশি সময় বিএনপি মাঠে ছিলো। বহু সহকর্মী গুম-খুন, নির্যাতনের শিকার হয়েছে। 

তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ। ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকার ভোটের সময় ঘোষণা করেছে। আশাকরছি, আগামী রমজানের আগে দেশের মানুষের বহুল আকাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না পারে সে জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান, তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে, এক বছর আগে বলা কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, এমন কিছু করা যাবে না যাতে জনগনের আশা আকাঙ্খা ভঙ্গ হয়। দল ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করা যাবে না। ঘুঘুদের প্রতি খেয়াল রাখবেন। এরা আসবে, সুনাম নষ্ট করবে, দুঃসময়ে পালিয়ে যাবে। কোন ঘুঘু যেনো দলের মধ্যে আসবে না পারে- সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনদের মতো থাকান নির্দেশনাও দেন, তারেক রহমান। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: