• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে’

প্রকাশিত: ১৬:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে’

ছবি: বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে কীনা আমি ঠিক বলতে পারবো না। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে তার নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শনিবার রাতে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কাদের সিদ্দিকী।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি মনে করি দেশকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। রাষ্ট্র আমাকে সর্বোচ্চ বীরত্বসুচক খেতাব দিয়েছে। তার (কাদের সিদ্দিকী) বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে গরিব-দুঃখী সাধারণ মানুষের নিরাপত্তা কী করে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, মঞ্চ ৭১ এর আলোচনা সভায় আলোচক ও শ্রোতাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু মবকারীদের গ্রেফতার করা হয়নি। এতে আইনের ব্যত্তয় ঘটেছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আওয়ামী লীগ করি না। আমি মুক্তিযোদ্ধাদের সম্মানীত করতে চাই। স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা থাকবে না। জয় বাংলা চলবে না। জয় বাংলা থাকবে না বা চলবে না দেশের মানুষ সেটা দেখবে, বিচার করবে।

বিভি/এআই

মন্তব্য করুন: