ফেরাউন-নমরুদের দোসর হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ: দুলু

ছবি: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ফেরাউন-নমরুদের দোসর হচ্ছে শেখ হাসিনা ও বাংলাদেশের আওয়ামী লীগ। গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ইসলাম প্রচার করতে পারেনি। মওলানা ও ঈমাম সাহেবেরা ধর্মসভা করতে পারেনি।’
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গায় শাঁখারীপাড়ায় মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া (উত্তরপাড়া ) জামে মসজিদে হাফেজিয়া মাদ্রাসা স্থাপনের লক্ষে এ এসভার আয়োজন করে এলাকাবাসী।
এসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও জেলা শ্রমিক দলের সভাপতি বুলবুল ইসলামসহ নেতাকর্মীরা।
দুলু আরও বলেন, ‘দেলোয়ার হোসাইন সাঈদী’র মতো আল্লাহ ওয়ালা একজন মানুষকে জেলা খানায় আটকে রেখে হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার মওলানাদের আটকিয়ে রাখা হয়েছিলো। এই জন্য আওয়ামী লীগ আজ ধ্বংস।’
বিভি/এআই
মন্তব্য করুন: