• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: রহমাতুল্লাহ

প্রকাশিত: ১৮:২০, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: রহমাতুল্লাহ

যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ ফেরিঘাট এর আড়িয়াল খা নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। 

এসময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘদিন যাবত দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এমনকি এক যুগের বেশি সময় ধরে ভোটার হওয়া সত্ত্বেও নাগরিকদের বড় একটি অংশ ভোট দেয়ার সুযোগ পায়নি ফ্যাসিবাদী শাসনের কারণে। সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে। দুঃখজনক হলেও সত্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির পরিচয়ে পরিচিত কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের হুমকি প্রদান করছে। যা প্রকারান্তরে ফ্যাসিবাদকেই মাথাচাড়া দিতে সহায়তার অংশ হিসেবে বলে মনে হচ্ছে। 

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল এসব কাজগুলো করছে যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই এই ধরণের ভূমিকায় লিপ্ত হয়েছে। তাদের উচিত জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। কারণ ব্যক্তি বা দলের স্বার্থের চাইতেও দেশ বড়, নিজেদের বিজয়ী হওয়ার চেয়েও দেশের গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। 

রহমাতুল্লাহ বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি'র মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার মৃধা, সদর উপজেলা তাতি দলের সভাপতি এম এ কাশেম, ৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি এম এ কাশেম, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নিজাম শিকদার, ১নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সিকদার, বরিশাল নগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতী, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন,  ইলিয়াস আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রেজা শরীফ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম শাকিল প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন: