• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জামায়াত-শিবির ও আ. লীগের ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না: রবিউল ইসলাম নয়ন

প্রকাশিত: ২০:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াত-শিবির ও আ. লীগের ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না: রবিউল ইসলাম নয়ন

জামায়াত-শিবির ও আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, যারা গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের প্রশ্রয় দেওয়া হবে না এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষকে প্রতিষ্ঠিত করতে হবে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে মাগুরা শালিকা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া তিলখড়ি হাইস্কুল মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছবেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশাল এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সাংসদ কাজী সালীমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল সামনের নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের বিকল্প নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, আনিচুর রহমান মিল্টন-সহ অন্যান্যরা।

উক্ত নির্বাচনী কর্মী সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: