• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে বিএনপি কিছুটা উদ্বিগ্ন’

প্রকাশিত: ০৮:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে বিএনপি কিছুটা উদ্বিগ্ন’

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে বিএনপি কিছুটা উদ্বিগ্ন। কিছু রাজনৈতিক দল অযাচিত শঙ্কা সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বানচালের দুরাভিসন্ধি এদেশের মানুষ সমর্থন করবে না। ফেব্রুয়ারির নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত বলেও জানান বিএনপির মহাসচিব। 

 

 

 

বিভি/এআই

মন্তব্য করুন: