শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: লুৎফুজ্জামান বাবর

ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
প্রায় ১৮ বছর পর রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। প্রায় দুই ঘন্টা বৈঠক করেন উপদেষ্টার সাথে। বৈঠক শেষে বাবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি হলেও অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এসবের পাশাপাশি পাশের দেশের অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন বাঁধাগ্রস্ত করতে পাশের দেশের দূরভিসন্ধি রয়েছে। এসময় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান।
বিভি/এসজি
মন্তব্য করুন: