• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

বিএনপি কুরআন-সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে বিশ্বাস করে না: অনিন্দ্য ইসলাম

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি কুরআন-সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে বিশ্বাস করে না: অনিন্দ্য ইসলাম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কখনো দেশের জনগণের চিন্তার বাইরে যায়নি, আগামীতেও যাবে না। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যা গরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। 

যশোর জেলা বিএনপি আয়োজিত 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা, দেশ পূর্ণগঠনে ওলামা-মশায়েখদের করনীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৬ বছর  ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। বিএনপি বিশ্বাস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্তে ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতো। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। বিএনপি বারংবার এই বিষয়গুলো তুলে ধরেছে। সমাজের সকল শ্রেণিপেশার মানুষ যখন উপলদ্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারে এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে।  বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও এবং বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে। গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আলেম ওলামাদের সহযোগিতায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছিলাম। 

যারা ধর্ম নিয়ে কথা বলে কিংবা রাজনীতি করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা। ধর্ম চর্চার বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্ত রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, কিন্তু চরিত্রে ইসলামকে ধারণ করবো না এটি ইসলামের শিক্ষা নয়। তাই সকলের চরিত্রে ইসলামকে ধারণ করতে হবে। বিএনপি কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ডে বিশ্বাস করে না এবং করতে দেবে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করেছিলেন। মহান আল্লাহর ওপর পূণাঙ্গ বিশ্বাস এবং আস্থার কথাটিও তিনি যুক্ত করেছিলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যেভাবে ইসলাম খেদমত করার পাশাপাশি আলেম সমাজের ইজ্জত সম্মান দিয়েছেন আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানও ঠিক একই কাজটি করবেন। তাঁর হাত দিয়ে এই বাংলাদেশে কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ড হবে না ইনশাআল্লাহ। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন , মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2