• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১৯:১১, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে থাকে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই, অথচ তারা বিশ্বসেরা শিক্ষাদান ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, ভোট হবে দিনে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ’আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। সুযোগ বারবার আসে না, তাই সুযোগকে কাজে লাগাতে হয়। আমরা দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে চাই।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2