• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ভোটের পর দেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে: আমীর খসরু

প্রকাশিত: ২১:১৪, ১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ভোটের পর দেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে: আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ-বিদেশের বিনিয়োগকারীসহ সবাই নির্বাচনের জন্য সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ভোটের পর দেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে। 

বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রনদা প্রসাদ সাহা দূর্গা মন্দিরে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিল্প খাতে কর্মসংস্থান হারানোদের পুনর্বাসন এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। আঠারো মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করা হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, পিআর পদ্ধতি কেউ চাইতেই পাড়ে। এটি চাওয়ার অধিকার রয়েছে। তবে তা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। দেশকে বাঁচাতে হলে নির্বাচন যথাসময়ে হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2