• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

শিগগিরই ফিরছেন তারেক রহমান, নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির

প্রকাশিত: ১২:৫৬, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শিগগিরই ফিরছেন তারেক রহমান, নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় হুমায়ুন কবির আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।

এদিকে, হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির কর্মীরা। তাদের অসদাচারণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2