• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ১৯:১৬, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: রুহুল কুদ্দুস কাজল

বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শনিবার ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে  স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে। তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সে সুযোগ নেই

তিনি আরও বলেন, মনোনয়ন না পেলে স্বতন্ত্র  নির্বাচন করার সুযোগ নাই। দল যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি 

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সট- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2