• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বারবার ভয়াবহ অগ্নিকাণ্ড, তারেক রহমানের উদ্বেগ

প্রকাশিত: ২০:১৬, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বারবার ভয়াবহ অগ্নিকাণ্ড, তারেক রহমানের উদ্বেগ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, এসব অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেছেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা রইল, এবং আমি আন্তরিকভাবে আশা করি সকলেই নিরাপদে থাকুন।

একই সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে যারা কাজ করেছেন তাদের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাহসের সাথে দ্রুত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সহযোগী সবার প্রশংসা করছি বলে মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন,  চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কারখানা এবং মিরপুরের পোশাক কারখানায়  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2