• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জেলা যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:২২, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জেলা যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদলের জেলা সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে হয়েছে। এ ছাড়াও জেলা বিএনপি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সম্প্রতি এক সভায় মহসীন হোসাইন বিদ্যুৎ এমন একটি বক্তব্য দেন, যা সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। তার ওই বক্তব্যের ভিডিওচিত্র ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2