বিনিয়োগে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে দুর্নীতি বাড়ে: আমীর খসরু (ভিডিও)
বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়নের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক কাঠামোতে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে অনিয়ম ও দুর্নীতি বাড়ে।
রাজধানীতে শনিবার এক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশে কর্মসংস্থানে মহা ঘাটতি ও বিনিয়োগে খরা চলছে। ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা, অর্থ ও সক্ষমতা আছে কীনা, সেটি নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে।
বাংলাদেশের নীতি-পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ-এফএসডিএস।
সেমিনারে অর্থনীতি বিশেষজ্ঞরা বলেন, শিক্ষাখাত বেহাল অবস্থা ও দক্ষ মানবসম্পদ তৈরি না হওয়া নেতিবাচক প্রভাব তৈরি করছে। রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় নজর দিতে হবে।
সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অর্থনীতির গতিশীলতায় সবাইকে যুক্ত করতে হবে। রফতানি খাতের বহুমুখীকরণ ও সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. আনিসুজ্জামান বলেন, অর্থনীতিকে সুরক্ষা দিতে কাজ চলমান আছে। সেটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে।
অর্থনীতির কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতে অটোমোশনের ওপর গুরত্ব দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: