• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১৫:০৫, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১১, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে: হাসনাত আবদুল্লাহ

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১৯ অক্টোবর) ইসির দেওয়া প্রতীক পছন্দের শেষ দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। অথচ, গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।

রিমোর্ট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোর্টে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 

এছাড়াও, প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই। শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলেও জানান হাসনাত।

অন্যদিকে, প্রবাসী ভোটারের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2