• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জোবায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ১৮:৩১, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জোবায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) এই হত্যার প্রতিবাদ জানিয়ে করা বিক্ষোভ মিছিল পুরান ঢাকার তাতিবাজার মোড়, রাইসা বাজার মোড়, শাঁখারী বাজার মোড় হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ হয়।

মিছিলে বিভিন্ন থানা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত হন। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। 

উল্লেখ্য, জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। রবিবার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2