• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আমি বিএনপির, কোনো রোহিঙ্গা নই: এ্যাডভোকেট পাপিয়া

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আমি বিএনপির, কোনো রোহিঙ্গা নই: এ্যাডভোকেট পাপিয়া

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও নানা জটিলতা বিরাজ করছে, তখন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া দলীয় শৃঙ্খলা, নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়ার জামনগর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি বলেন “আমি বিএনপি’র, কোনো রোহিঙ্গা নই, আমি বিএনপি’র কোনো হাইব্রিড প্রার্থী নই, আমি দলের কোনো অনুপ্রবেশকারীও নই, আমি আমার পরিবারের কারো পরিচয়ে পরিচিত নই। আমি রাজপথের কর্মী, মিছিল করি, জেল খাটি, দলের জন্য লড়ি। 

সরকারের নির্বাচনী প্রস্তুতি ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে এরশাদকে উৎখাতে লেগেছিল ৯ বছর, পরবর্তী স্বৈরাচারকে যেতে লেগেছে ১৫ বছর। কিন্তু উৎখাত হয়েছে। যদি বর্তমান সরকার মনে করে নির্বাচনের নামে শুধু ঘোষণাই দেবে, কিন্তু নির্বাচন করবে না, মানুষের রায়কে বিকৃত করবে, জনমতকে প্রভাবিত করবে তাহলে ১৮ কোটি মানুষ এই সরকারকে আর বরদাশ করবে না।” 

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নাটোর-১ আসনে বিএনপি’র অভ্যন্তরীণ প্রস্তুতি, নেতৃত্ব ও মনোনয়নপ্রত্যাশীদের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মাঠ পর্যায়ের সংগঠন ও সাধারণ জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। তার বক্তব্য ও গণসংযোগের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2