বদলে গেল বাগছাস’র নাম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করা হয়েছে। সংগঠনটির নতুন নাম ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৃহস্পতিবার (২৩ অক্টেবার) সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে। নাম পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে নতুন নামে স্লোগানও দিয়েছেন সংগঠনটির নেতারা।
জানা যায়, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস নামের ছাত্রসংগঠনটি। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তন করা হলো।
বিভি/টিটি
মন্তব্য করুন: