দুলালসহ বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
মঠবাড়িয়া উপজেলা সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ দলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের ৭ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপির ওই ৭ নেতা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
এছাড়া প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া অন্যরা হলেন- নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আলি সরকার।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বহিস্কারাদেশ ৭ জনের মধ্যে বেশকয়েকজনকে আগামী নির্বাচনে বিএনপি মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহিস্কারাদেশ প্রত্যাহার হলেও তফসিলের আগ পর্যন্ত তাদের কর্মকাণ্ড দল পর্বেক্ষণয করবে। যারাই অন্যায়, অপকর্ম, দখল, চাঁদাবাজিসহ শৃঙ্খলা নষ্ট করবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদেরকে পুনরায় শাস্তির আওতায় আনবে। মনোনয়নের ক্ষেত্রেও বিকল্প চিন্তা করবে দলীয় হাইকমান্ড।
বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া এক নেতা বলেন, দলের এই সিদ্ধান্তকে সম্মান জানান। ভুলত্রুটি যেনো না হয় সেদিকে খেয়াল রেখেই পথ চলবেন। তার অনুসারীদের বিষয়ে সতর্ক থাকবেন এবং তীক্ষ্ণ নজর রাখবেন, তাদের কারণে যেনো ভাবমূর্তি নষ্ট না হয়।
বিভি/এনএম




মন্তব্য করুন: