• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আ.লীগে যোগ দেওয়া সেই মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার

প্রকাশিত: ১৭:৩১, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৩১, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আ.লীগে যোগ দেওয়া সেই মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার

সদ্য সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) আইনজীবী ফোরাম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়।

অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। সংগঠনে তার প্রাথমিক সদস্য পদও রদ করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়জুল করিম মুবিনের বাবা ডা. ফজলুর করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকারে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ছিলেন।

ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৫ অক্টোবর মুবিন ফেসবুকে পোস্ট করে বিএনপির সকল পদ ত্যাগ করার ঘোষণা দেন।

সে সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছিলেন, ‘বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2