• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করে মাঠে আসুন: ব্যারিস্টার অসীম

প্রকাশিত: ১১:৪৬, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:১৫, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করে মাঠে আসুন: ব্যারিস্টার অসীম

ছবি: ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা পরিষদ থেকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীতে এক মিছিল শেষে এ কথা বলেন তিনি। মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি-২৭ নম্বরে গিয়ে শেষ হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ মিছিল আয়োজন করে ঢাকা-১০ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যারিস্টার অসীম মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে তিনি বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। দেশের জনগণ সরকারের কথার বাস্তবায়ন দেখতে চায়। জনগণ ভোট দিতে মুখিয়ে আছে।’

ব্যারিস্টার অসীম আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি উপদেষ্টা পরিষদের এক সদস্য নির্বাচন করতে চান। তিনি উপদেষ্টার দায়িত্বে থেকে মাঠ গোছানোর কাজ করছেন। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের নির্বাচনী কাজে ব্যবহার করছেন। তার এমন কর্মকাণ্ডে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। যদি নির্বাচন করার ইচ্ছা থাকে, তাহলে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে মাঠে আসুন।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2