নানা আয়োজনে জেলায় জেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শোভাযাত্রা, সমাবেশসহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুব শাখা। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি। পরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও, নগরীর বাটারমোড় এলাকায় পথসভা ও র্যালি করে মহানগর যুবদল।

ময়মনসিংহে যুবদলের সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রা হয়েছে। নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল। দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।
রংপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে।
নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা যুবদল। শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে শোভাযাত্রা শেষে, কানাইখালী প্রেসক্লাব চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
গোপালগঞ্জে বিসিক শিল্প নগরী এলাকা থেকে যুবদলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজউদ্দিন লিপটন।
নওগাঁয় শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের বর্ণাঢ্য রালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা।
গাইবান্ধা জেলা যুবদলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এর আগে জেলার সাত উপজেলা ও ইউনিয়ন থেকে আলাদা আলাদা র্যালি স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ অন্যরা।
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমনসহ অনেকে।
মানিকগঞ্জে জেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টুসহ অন্যরা।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক
মো. সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পাবনা জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এর আগে শহরের জেলাপাড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির আহমেদসহ অন্যরা।
কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল হয়েছে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছাম্মত রেশমা সুলতানাসহ উপজেলা, ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল।
নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের মিছিল হয়েছে।
যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন আবুল কাশেম যিনি পরে সভাপতি হন এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক হন। বর্তমানে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যুবদলের প্রধান কার্যালয় ঢাকার নয়াপল্টনে অবস্থিত।
বিভি/এজেড




মন্তব্য করুন: