• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি: সালাউদ্দিন আহমেদ 

প্রকাশিত: ২০:১৮, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি: সালাউদ্দিন আহমেদ 

ছবি: জিয়াউর রহমানের সমাধিতে সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী ও যুগপৎ আন্দোলনে অংশীদারি দলগুলো নিয়ে এ বৃহৎ ঐক্য করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য। তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন তরুণ ও যুবকদের দেশ বিনির্মাণে স্বচ্ছ রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে জানিয়ে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার।

 

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2